নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার। প্রাথমিকভাবে অভিযোগটা জানানো হয়েছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে। এসময় বলা হয়েছিল যে বাছাই পর্বে আরও দুই ম্যাচ সুযোগ পাবেন তাসকিন ও সানি। কিন্তু সেই সুযোগ আর পাচ্ছেন না তাসকিন ও সানি।
আইসিসির কাছে অভিযোগটা পৌঁছে গেছে এবং আগামী সাত দিনের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাদের। আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বাংলাদেশের এই দুই বোলারকে।
পরীক্ষায় দোষী প্রমাণিত হলে শেষ হবে তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন। নিষিদ্ধ করা হবে ক্রিকেট থেকে। এ নিয়ে একটি বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেটে।