ঢাকা: সফরকারী ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জতিক ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে এখন খেলা বন্ধ রয়েছে।
রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে এক উইকেটে ১০০ রান সংগ্রহ করলে এরপরই বৃষ্টি হানা দেয়।
এর আগে টাইগারদের দেয়া লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শক্ত জুটি গড়েন ভারতের দুই ওপেনার। অবশেষে দলীয় ৯৯ রানে এ জুটি ভাঙেন স্পিনার সাকিব আল হাসান। অর্ধশতক হাঁকানো রবিন উথাপ্পার ৫০ রানে এলবির ফাঁদে ফেলেন সাকিব। ওপেনার আজিঙ্কা রাহানে (৪৬) ও চেতেশ্বর পূজারা (৪) রান নিয়ে ক্রিজে আছেন।
বাংলাদেশের দুই পেসার মাশরাফি বিন মুর্তজা চার ওভারে (২৩) ও আল আমিন হোসেন চার ওভারে (২৬) রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেনি। সাকিব ৪.৪ ওভারে ১৬ রান দিয়ে একমাত্র উইকেট শিকার করেন।
এর আগে স্বাগতিক বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে নয় উইকেটে ২৭২ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে ওপেনার আনামুল হক বিজয় ৪৪,অধিনায়ক মুশফিকুর রহিম ৫৯,সাকিব আল হাসান ৫২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ রান করেন।