আগামী মাসের ৭ তারিখে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এজন্য পূর্ণ শক্তির ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই দলকে যদি বাংলাওয়াশ করতে পারে টাইগাররা তাহলে র্যাংকিংয়ে ৬ নম্বরে চলে আসবে বাংলাদেশ।
টাইগাররা যদি এই তিনটি ওয়ানডেতেই ভারতকে হারাতে পারে তাহলে বাংলাদেশ মোট ৮টি রেটিং পয়েন্ট পাবে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৮। আর র্যাংকিং আট নম্বরে। যদি ভারতকে বাংলাওয়াশ করা যায়, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৬। আর র্যাংকিং হবে ছয়। সিরিজটা যদি বাংলাদেশ ২-১ এ জিতে, তাহলে র্যাংকিং সাত নম্বরে দাঁড়াবে। আর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত পাকিস্তানের সঙ্গে সিরিজে টাইগাররা ওয়ানডেতে পাকিস্তানকে বাংলাওয়াশ করে র্যাংকিংয়ে আট নম্বরে উঠে আসে। সূত্র : ক্রিকইনফো