টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত মানেই সেই ২০১৬ সাল। ১ রানের হার। কাছে গিয়েও জয় পাওয়া হয় না। এবারও সেটাই হলো। অ্যাডিলেডে সুপার টুয়েলভের ম্যাচে ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের আগে যে অঘটনের ইঙ্গিত দিয়েছিলেন সাকিব, সেটা খুব কাছে এসেও ধরা দিলো না। তাই ৬ বছর আগের সেই স্মৃতি রোমন্থন করে বলতেই হয়, ভারত মানেই যেন তীরে এসে টাইগারদের তরী ডুবে যাওয়া।
ম্যাচ শেষ প্রেসেন্টেশনে একই কথা বললেন অধিনায়ক সাকিব আল হাসান, ‘ভারতের সঙ্গে খেললেই এমন হয় আমাদের। অনেক কাছে গিয়েছিলাম, কিন্তু পার হতে পারলাম না। দারুণ ম্যাচ, দর্শকেরা উপভোগ করেছে, দুই দলই উপভোগ করেছে। দিনশেষে কাউকে জিততে হবে, কাউকে হারতে হবে।’
টি-টোয়েন্টিতে ভারতকে বিপজ্জনক দল উল্লেখ করে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে ভারত যেকোনো দলের জন্য বিপজ্জনক। আমাদের তাই পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতে শীর্ষ চার ব্যাটারের উইকেট নিতে। এজন্য তাসকিনকে শুরুতেই ওভার শেষ করিয়েছি। যেন সে উইকেটগুলো লুফে নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে উইকেট নিতে পারেনি, কিন্তু খুব মিতব্যায়ী বোলার ছিল। আমাদের সামনে আরও একটি ম্যাচ আছে, আপাতত আমরা সেদিকেই মনযোগ দিচ্ছি।’