ব্রিটিশ সম্প্রচার জায়ান্ট বিটি স্পোর্টসের সাথে জড়িত একটি প্রকল্পের অংশ হিসেবে ভারত সফরে আসছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেড লিজেন্ড রিও ফার্দিনান্দ। তরুণ ফুটবলারদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে বিটি স্পোর্টস বিশ্বব্যাপী একটি ফুটবল উৎসবের আয়োজন করেছে। তারই অংশ হিসেবে ভারতেও এই উৎসব আয়োজিত হচ্ছে। ফার্দিনান্দের সাথে আরো আসছেন লিস্টার সিটির সাবেক তারকা রবি স্যাভেজ। ফার্দিনান্দ ও স্যাভেজ দুজনেই বিটি’র শুভেচ্ছাদূত। মাঠ এবং মাঠের বাইরে কিশোরদের মধ্যে ফুটবলের আগ্রহ ছড়িয়ে দেয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। ভারত সফর প্রসঙ্গে ফার্দিনান্দ বলেছেন, সাপোর্টাস ক্লাবের মাধ্যমে বিশ্বব্যপী হাজার হাজার তরুণ নিজেদের জীবন উন্নত করার কাজে ক্রীড়াকে শক্তি হিসেবে নিয়েছে। ভারতও এর ব্যতিক্রম নয়। এতে সহযোগিতা করছে বিটি।
এই প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে যখন আমাকে অবহিত করা হয় তখনই আমি দিল্লি সফরের সিদ্ধান্ত নেই। এখানকার ফুটবল পাগল তরুণদের সাথে সাক্ষাতের জন্য আমি মুখিয়ে আছি। বিটি স্পোর্টস বর্তমানে আর্সেনাল ফুটবল ক্লাবের সাথে দীর্ঘদিনের সম্পর্কে জড়িত আছে। পুরো ভারত জুড়ে আটটি শহরে স্কুলের বাচ্চাদের সাথে একটি প্রকল্পের আওতায় আর্সেনাল বেশ কিছুদিন ধরে কাজ করে আসছে