
গত মাসের শেষ দিকে টাইগারদের বোলিং কোচ হিসেবে নিজের দুই বছরের মেয়াদ শেষ করেন জিম্বাবুইয়ান হিথ স্ট্রিক। পরে তিনি আর নতুন করে চুক্তি করতে আগ্রহী হননি।
ভাস শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরমেট মিলিয়ে ৭৬১টি উইকেট পেয়েছেন। ২০০৯ সালে তিনি অবসরে যান। অবসরের পর বাঁহাতি এ পেসার বেশ কয়েক জায়গায় কোচের দায়িত্বও পালন করেছেন। এ বছরের শুরুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আয়ারল্যান্ডের সঙ্গে কাজ করেছেন।
এছাড়া শেন বন্ড কিউইদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছর খেলেছেন। যেখানে ১৮টি টেস্ট, ৮২টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টিতে তিনি ২৫০টির বেশি উইকেট পেয়েছেন। বন্ডের কোচিংয়েও অভিজ্ঞতা রয়েছে। তিনি সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং কোচ ছিলেন।[ads2]