এই বিশ্বে কে আছে মাটিতে ফেলে দিতে পারে উসাইন বোল্টকে! জ্যামাইকান গতি দানবের কাছে অন্য সবার পতন সম্ভব। কিন্তু তার পতনের আশা করা যায় না। কোনোভাবেই হারানো যায় না বোল্টকে। কিন্তু বেইজিংয়ের বার্ডস নেস্টে বিশ্চ চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারের চ্যাম্পিয়ন হওয়ার পর ট্র্যাকেই মাটিতে লুটিয়েছেন বোল্ট। আক্ষরিক অর্থেই তাই। আর তা নিয়ে আনন্দ মজা কম হয়নি। এক ক্যামেরাম্যানের ট্রলির ধাক্কায় উল্টে পড়েন বোল্ট। সবার সামনেই।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট তখন ২০০ মিটারে জয়ের উৎসব করেছেন ট্র্যাকে। দর্শকদের সাথে করছেন আনন্দ ভাগাভাগি। দুই চাকার ট্রলি সহ ক্যামেরা চালানো এক ক্যামেরাম্যান ভালো ছবি পেতে বোল্টের আরো কাছে চলে আসেন। এতটাই কাছে আসেন যে জ্যামাইকার তারকা ট্রলির সাথে ধাক্কায় ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পড়ে যান মাটিতে। ক্যামেরাম্যানও পড়েন তার সাথে। দ্রুত নিজেকে সামলে নিয়ে উঠে যান বোল্ট।
কিন্তু ব্যথা পাননি তো তিনি? ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বোল্ট নিজেই বললেন, “আমার অ্যাচিলিসে লাগেনি। লেগেছে কাফে। সব ঠিক আছে। একটু ডলে ঘষে নিলে আর বরফ লাগালেই ভালো হয়ে যাবে সব।” এই ঘটনার মজার দিকটি বের করে আনেন আমুদে বোল্ট। তাকে হারাতে না পেরে একি তবে জাস্টিন গ্যাটলিনের ষড়যন্ত্র! বোল্ট বলেছেন, “জাস্টিন গ্যাটলিন ওকে টাকা দিয়েছে, এই গুজব ছড়াবো আমি।”
কম যান না গ্যাটলিনও। তার সামনেই ঘটেছে ঘটনাটা। আর যখন বোল্টের অভিযোগের ব্যাপারটি তার সামনে এলো তখন গ্যাটলিনের পাল্টা মজা, “আমি আমার টাকা ফেরৎ চাই।” কাজটা ক্যামেরাম্যান ঠিকভাবে করতে পারেননি বলেই টাকা ফেরৎ চাইলেন গ্যাটলিন! এই ঘটনা ঘটার আগেই ট্র্যাক কাঁপিয়েছেন বোল্ট। শেষ দিকে বেশ নির্ভার হয়ে দৌড়েই ১৯.৫৫ সেকেন্ডে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি। আর দ্বিতীয় হওয়া গ্যাটলিনের সময় লাগে ১৯.৭৪ সেকেন্ড।
Next Post