সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে তাদের ব্যর্থতা অনুসন্ধানে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট এখন জাতীয় দল কমিটির হাতে। গতকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির ১১তম সভায় ফ্যাক্ট ফাইন্ডিং থেকে এই রিপোর্ট জাতীয় দল কমিটির হাতে তুলে দেয়া হয়।
এই রিপোর্টের ভিত্তিতে মামুনুলসহ আরো ছয় ফুটবলারের ভাগ্য নির্ধারিত হবে। দোষী সাব্যস্ত হলে বিভিন্ন মেয়াদের শাস্তি ভোগ করবেন মামুনুল, নাসির, সোহেলরা। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বাইলজ অনুমোদন দেয়া হয়।
মার্চের প্রথম সপ্তাহে খেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সুপার লিগের লোগো উন্মোচনের দিন ধার্য করা হয়। এছাড়া আগামী ১২ মার্চ বাফুফে বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।