মারিয়া ম্যাজিকে জার্মানির দর্পচূর্ণ

0

image_96907_0বিশ্বকাপ ফাইনালের ঠিক ৫২ দিন পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হলো জার্মানি ও আর্জেন্টিনা৷ অনেকেই এই ম্যাচটিকে বিশ্বকাপের ‘রি-ম্যাচ’ ভাবছিলেন৷ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছিল জার্মানি৷ মারিও গোৎজের অতিরিক্ত সময়ের গোলই আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ করে দিয়েছিল৷ কিন্তু বুধবার জোয়াকিম লো’র জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে সেই প্রতিশোধই তুলল জেরার্দো মার্টিনোর ছেলেরা৷

এদিন গোটা ম্যাচ জুড়ে শুধু একটাই নাম অ্যাঞ্জেল ডি মারিয়া৷ একটা গোল করলেন ও তিনটে করালেন৷ বিশ্বকাপের ফাইনালে মেসির সঙ্গে খেলতে দেখা যায়নি মারিয়াকে৷ চোটের জন্য আলেসান্দ্রো সাবেয়ার ( আর্জেন্টিনার প্রাক্তন কোচ) দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি৷ কিন্তু বুধবার স্বমহিমায় খেলেই আর্জেন্টিনাকে জেতালেন তিনি৷এদিন মারিয়ার ফুটবল প্রমান করল কেন তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার৷

খেলা শুরুর সাত মিনিটেই গোল করার সুবর্ণ সুযোগ চলে আসে জার্মানির কাছে৷ তবে মারিও গোমেজ তা কাজে লাগাতে ব্যর্থ হন৷তবে এরপর থেকেই শুরু হয়ে যায় আর্জেন্টিনার দাদাগিরি৷১৩ মিনিটেই আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করে ফেলেন সার্জিও আগুয়েরো৷ মারিয়ার বাড়ানো বলেই বিপক্ষের জ্বালে বল জড়িয়ে দেন তিনি৷ প্রথম গোলের পরেই তেড়েফুঁড়ে ওঠে আর্জেন্টিনার আক্রমন ভাগ৷ যার সুবাদে ৪০ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান এরিক লামেলা৷ এবারেও সেই মারিয়া৷তার দুর্দান্ত ক্রস থেকেই গোল করেন লামেলা৷প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় মার্টিনোর ছেলেরা৷

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার ম্যাজিক ছিল অব্যহত৷৪৭ মিনিটেই আর্জেন্টিনার তিন নম্বর গোলটি চলে আসে ফেডেরিকো ফার্নান্দেজের হেড থেকে৷ মারিয়ার ভাসানো ফ্রি-কিকে গোল করতে কোনও ভুল করলেন না তিনি৷ এই গোলের রেশ কাটতে না কাটতেই চতুর্থ গোলটি করেন মারিয়া নিজেই৷ এতক্ষণ গোল করাচ্ছিলেন৷ এবার নিজে করলেন৷ মারিয়ার গোলই এক প্রকার ম্যাচের চিত্রনাট্য লিখে দিয়েছিল৷জার্মানির ফিরে আসার রাস্তা একপ্রকার বন্ধ করে দিয়েছিল মারিয়া ও তাঁর সতীর্থরা৷যদিও এরপর ৫২ মিনিটে আন্দ্রে স্ক্রুল ও ৭৮ মিনিটে মারিও গোৎজে জার্মানির হয়ে ব্যবধান কমান৷কিন্তু শেষ পর্যন্ত মাথা নীচু করেই মাঠ ছাড়তে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের৷

এদিন গোটা ম্যাচ জুড়েই আর্জেন্টাইন ফুটবলাররা আধিপত্য নিয়ে খেলল৷ জার্মান ফুটবলারদের খেলা দেখা মনে হয়নি এরাই ধারাবাহিক ভাবে দুর্দান্ত ফুটবল খেলে ২০১৪ বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে৷জার্মান দল থেকে অবসর নিয়ে ফেলেছেন ফিলিপ লাম, মিরোস্লাভ ক্লোসে ও পার মার্টসেকারের মতো তারকারা৷ অন্যদিকে চোটের জন্য আর্জেন্টিনা দলে ছিলেন না লিও মেসি, রদরিগো পালাসিও, ম্যাক্সি রদরিগেজ, গঞ্জালো হিগুয়েন ও এজেকুয়েল গারায়রা৷ ফলে দু’দলই হেভিওয়েট ফুটবলারদের ছাড়াই মাঠে নেমেছিল৷ – ওয়েবসাইট।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More