মার্কিন অলিম্পিক দলের প্রথম হিজাব পরিহিত সদস্য ইবতিয়াজ মোহাম্মদ। তিনি দেশটির পক্ষ থেকে ফেন্সিং বা তলোয়ারবাজিতে অংশ নিবেন। মার্কিন দৈনিক হাফিংটন পোস্ট এ খবর দিয়েছে। চলতি বছরের ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত এ ক্রীড়া অনুষ্ঠিত হবে।
হাফিংটন পোস্টের খবরে বলা হয়- উইমেন স্যাবার ওয়াল্ড কাপে ব্রোঞ্জ জয় করে ব্রাজিলের রিও অলিম্পিকে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেন ইবতিয়াজ। মার্কিন ফেন্সিং জীবন বৃত্তান্তে তিনি লিখেছেন, অলিম্পিকের তলোয়ারবাজি দলের সদস্যদের কথা যখন মনে করে তখন বেশির ভাগ মানুষই আমার মতো মানুষের কথা ভাবে না। সৌভাগ্যক্রমে আমি বেশির ভাগ মানুষের দলে পড়ি না বলেও জানান তিনি।
ইবতিয়াজ বলেন, কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মধ্য দিয়ে মার্কিন ক্রীড়াদলের সদস্যদের নিয়ে ইতিহাস রচনা করবো আমি।
ধর্ম, জাতি বা লিঙ্গ কখনোই পথের বাধা হয়ে দাড়ায় না তাই প্রমাণ করার জন্য অলিম্পিকে অংশ নিচ্ছেন বলেও জানান তিনি। অধ্যবসায়ের মাধ্যমে তিনি উদাহরণ হয়ে উঠতে চান বলেও জানান।