প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপিকা হিসেবে কাজ করছেন ভারতের পামেলা সিং ভুটোরিয়া। এরই মধ্যে শেষের পথে শেষ চারের লড়াই। বিপিএলে প্রথম নিজের সফর নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে প্রশংসায় ভাসালেন মাশরাফি বিন মুর্তজাকে। সাতবার অস্ত্রোপচারের পরের যেভাবে খেলছেন, অধিনায়কত্ব করছেন তাতে মুগ্ধ পামেলা।
বিপিএলে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করার এক পর্যায়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। কার খেলা ভালো লাগে? দেশের শীর্ষ পত্রিকা কালের কন্ঠকে দেওয়া সেই সাক্ষাৎকারে পামেলা জানান সাকিব আল হাসান ও মাশরাফির কথা।
বললেন, ‘আইপিএলে সাকিব আল হাসানকে ভালো লেগেছে। মাশরাফির খেলাও ভালো লাগে। সাত-সাতবার অস্ত্রোপচারের পরেও খেলে যাচ্ছেন-সত্যি বিস্ময়কর! অসাধারণ এক ক্যাপ্টেন।’
তবে ক্রিকেটের জন্য এবারই প্রথম বাংলাদেশ আসা নয় পামেলার। এর আগে বাংলাদেশ-ভারত ম্যাচে হোস্টের কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেছেন ২০০৬ সালে মিস ইন্ডিয়া সেমিফাইনালিস্ট।
মজার ব্যাপার হলো, বাংলাদেশের সঙ্গে শুধু কাজেরই নয়, পারিবারিক সম্পর্কও রয়েছে পামেলার। বাবা ভারতের হলেও, মায়ের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।
বিপিএল দিয়েই পামেলাকে ভালোভাবে চিনছে বাংলাদেশ। সেক্ষেত্রে একই কাজে আবারো আসা হবে কিনা বাংলাদেশে, জবাবে বললেন, ‘চ্যানেল নাইন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটা এক সিজনের। যদি তারা আমার কাজ পছন্দ করে,ইচ্ছে আছে বিপিএলের নিয়মিত হোস্ট হওয়ার।