আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ একটা মিল আছে। তারা দুজনেই ভুল করে সফল হয়েছেন। কিন্তু পার্থক্য হলো, রিয়াদ হয়েছেন প্রশংসিত আর ম্যারাডোনা সমালোচিত।
ম্যারাডোনার হাত দিয়ে গোল করার ইতিহাস কার না অজানা! সেই গোল নিয়ে এখনো বিতর্কের শেষ নেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেই পথে হাঁটলেন রিয়াদও। কিন্তু, গোল করতে নয় স্ট্যাম্পিং করতে। পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ে নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম আঙুলের চোটের কারণে মাঠ ছাড়েন।
এরপর দায়িত্ব নেন ওপেনার ইমরুল কায়েস। কিন্তু আর কিছুক্ষন পরেই যে ব্যাট হাতে নামতে হবে তাকে! তাই ইমরুলকে বিশ্রাম দিতে গ্লভস পরেন শুভাগত হোম। এরপর দায়িত্ব নেন রিয়াদ। অলরাউন্ডার বলে কথা! ব্যাট আর বল করতে পারলে, উইকেটকিপিংটা পারবেন না এ কেমন কথা? সফলও হলেন তিনি।
জুলফিকার বাবরকে তাইজুলের বলে স্ট্যাম্পিং করলেন! কিন্তু একি, ‘উইকেটরক্ষক’ রিয়াদ হাত দিয়ে নয়, পা দিয়েই ষ্ট্যাম্প ভাঙলেন! আর তাতেই হয়ে গেলো রেকর্ড। রিয়াদ এখন ‘পা দিয়ে স্টাম্পিং’ করার কারণে রীতিমতো বিখ্যাত হয়ে গেলেন।