দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফিুটবল। ফুটবলের এ জমজমাট আসর শুরু হওয়ার আর মাত্র ২৪ দিন বাকি। এর মধ্যেই বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ওলে ওলা’ (আমরা এক) -এর ভিডিও মুক্তি পেলো।
ইউটিউবে মুক্তি পেয়েই হইচই ফেলে দিয়েছে গানটি। ১৬ মে মুক্তি পাওয়ার পর ইতোমধ্যে প্রায় ৮৫ লাখ বার দেখা হয়েছে। লাইক পড়েছে ৮২ হাজার।
বিখ্যাত আমেরিকান শিল্পী পিটবুল ও পপ গায়িকা জেনিফার লোপেজ কণ্ঠ দিয়েছেন গানটিতে। তাদের সঙ্গে রয়েছেন ব্রাজিলের গায়িকা ক্লদিয়া লিটে। তিনি ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় গান গেয়েছেন।
এখন দেখার বিষয় ২০১০ সালে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটিকে টেক্কা দিতে পারে কিনা ‘ওলে ওলা’।