পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের অফিসিয়াল পেজে মুশফিকদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতে বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হেরে যায়। প্রথম টেস্টেও পাকিস্তান হারাতে পারেনি বাংলাদেশকে।
কিন্তু শেষ টেস্ট ম্যাচটি জিতে গর্বে বুক ফাটে তাদের। সেই কারণেই তারা এমন ব্যঙ্গচিত্র তৈরি করেছে। এই ব্যঙ্গচিত্রে পাকিস্তানের তরুণ-তরুণীরা লাইক দিচ্ছে। কমেন্টস-এর ঘরে বাহবা দিচ্ছে।