পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে এল অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ সেই সঙ্গে এইবারকে ৩-১ গোলে হারিয়ে দিল সিমিওনের ছেলেরা৷ এই ম্যাচ জয়ের পরে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিন বিরতির আগে কোনো দলই গোল করতে পারেনি৷ তবে দ্বিতীয়ার্ধে অনেক নাটকীয় ঘটনা ঘটে ৷ ম্যাচের ৪৬ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার কেকোর গোলে এগিয়ে যায় এইবার। নয় মিনিট বাদেই অবশ্য অ্যাটলেটিকোকে সমতায় ফেরান উরুগুয়ের ডিফেন্ডার হোসে হিমেনেস। ৬৩ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সাউলের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় সিমিওনের ছেলেরা৷ এরপর তোরেস গোল করে অ্যাটলেটিকোর বড় জয় নিশ্চিত করেন৷ এই ম্যাচ জয়ের পরে বার্সা ছুঁয়ে লিওনেল মেসিরা অবশ্য অ্যাটলেটিকো থেকে দুটি ম্যাচ কম খেলেছে ৷
আর ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।