[ads1]বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসির হঠাৎ বিদায় মেনে নিতে পারছে না ফুটবল প্রেমীরা। গত ২৪ ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব বিভিন্ন মাধ্যমে বিশ্বের বড় বড় ক্রীয়াবিদরা মেসিকে ফিরে আসার অনুরোধ জানান।
এই তালিকায় আছেন পাকিস্তানের গ্রেট ক্রিকেটার বিশ্বের সর্বাদিক ছক্কার মালিক শহীদ আফ্রিদি। মেসিকে ফিরে আসার আকুতি জানালেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এর আগে মেসির অবসরে দুঃখ প্রকাশ করে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমি মেসির সিদ্ধান্তে অবাক হয়েছি। আমার মনে হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উচিত তার সাথে কথা বলা। অন্তত ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত তার খেলা উচিৎ।’
এক টুইট বার্তায় আফ্রিদি লিখেন, ‘আমিও অবসর ভেঙে বারবার ক্রিকেটে ফিরেছি, তুমিও ফিরে এসো মেসি। তোমার পাঁয়ের জাদু আরো অনেক দিন দেখতে চাই। একজন মেসি ভক্ত হয়ে তোমার প্রতি এটাই আমার চাওয়া’।[ads1]
২৯ বছর বয়সী মেসির এই বিদায়কে ৩৬ বছরের আফ্রিদি নিজের অবসরের সিদ্ধান্তের সঙ্গে তুলনসা করায় অনেক মেসিভক্তের তোপের মুখে পড়েছেন আফ্রিদি।
একজন লিখেছেন, মেসি ২৯ বছরের অবসর নিয়েছে আর আফ্রিদি ২৯ বার অবসরে গিয়েছে।
আরেক মেসিভক্ত লিখেন, আফ্রিদি কি ৭৮৬তম বারের মত আবারো অবসরে যাবে? এছাড়া অনেকে আফ্রিদিকে নিয়ে বিভিন্ন ট্রোল বানিয়ে ব্যঙ্গ করেছে।
এশিয়া কাপে বাজে খেলার পর অনেকে ভেভেছিল। অাফ্রিদি অবসরে যাবেন। কিন্তু আফ্রিদির পক্ষ থেকে এখনো এ রকম কোন ঘোষণা আসেনি। তাই মেসিকে উৎসাহ দিতে গিয়ে তোপের মুখে পড়তে হয় তাকে।[ads2]
সূত্র: জি নিউজ