[ads1]আজ ২৮ হলেন বর্তমান ফুটবল বিশ্বের ‘যুবরাজ’। লিওনেল আন্দ্রে লিও মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা স্ট্রাইকার। চে গুয়েভারার জন্ম ভিটে রোসারিওতেই জন্ম বর্তমান সময়ের ফুটবলের নবজাগরণের ‘বিপ্লবী’ মেসির। ১৪ জুন ৮৮ তম জন্মদিন ছিল চে গুয়েভারার। ২৪ জুন, সারা বিশ্ব মেসির জন্মদিনের সেলিব্রশনে উন্মাদ। এবার বলুন তো, এই তারকা ফুটবলার বার্ষিক মাইনে কত? ৩১০ কোটি টাকা। ইউরোর হিসেবে মেসির মাইনে ৩৬ মিলিয়ন ইউরো। ১ মিলিয়ন ইউরো বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ কোটি ৬১ লাখ, ১৯ হাজার ৮১৩ টাকা।[ads2]