বিশ্বকাপে বাংলাদেশকে হেয় করে স্টার স্পোর্টস নির্মাণ করেছিল মওকা মওকা ভিডিও,যা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে তুমুল সমালোচিত হয়েছিল।
আর তার জবাবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নির্মাণ করেছিল নানা ভিডিও।আর তাঁরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের জনপ্রিয় কোমল পানীয় কোম্পানি ‘মোজো’ নির্মাণ করেছে একটি ভিডিও।যেখানে দেখানো হয়েছে,এক পাকিস্তানি ভারত এসেছে। তিনি খেতে বসেছেন।এই সময় এক ভারতীয় বলে,দাদা বুঝি পাকিস্তান থেকে ? তা হাতে হারিকেনটা বুঝি বাংলাদেশ থেকে ধরিয়ে দিলো ! বাংলাদেশ আপনাদের যা পেদালো না ! তা এমন********খেও কারো কি খিদে থাকে ? তখন পাকিস্তানি বলে, যা রাহো না বাংলাদেশ মিলেগা বাড়া বাম্বু মিলেগা।