অন্য দেশের ক্রিকেটারদের ইংল্যান্ড জাতীয় দলে খেলার বিষয়টি নতুন কিছু নয়।এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া,দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজসহ বিশ্বের প্রায় ডজনোর্ধ্ব দেশের ক্রিকেটারদেরকে ইংলিশ জার্সি গায়ে জড়াতে দেখা গেছে।আর হালের হিট গ্লেন ম্যাক্সওয়েলও নাকি সে পথেই হাঁটছিলেন।অজি এ হার্ড হিটার সম্প্রতি জানিয়েছেন,ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন তিনি।
এবারের আইপিএলের হিট প্যাকেজ ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার স্থানীয় একটি পত্রিকাকে জানান,অজি স্কোয়াডে সুযোগ পাওয়াটা দু বছর আগেও তার কাছে দুরূহ মনে হয়েছে।তাই ২০১২ সালে কাউন্টি ক্রিকেট খেলার সময় ইংলিশ নাগরিকত্ব গ্রহণের বিষয়টি নিয়ে ভাবছিলেন তিনি।ম্যাক্সওয়েলের কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের কোচ জাইলস হোয়াইট নতুন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাকে উৎসাহিতও করছিলেন।তবে এরপর তিন মাসেরও কম সময়ের ব্যবধানে অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়ায় এসব নিয়ে আর ভাবতেই চাননি ম্যাক্স।
Next Post