ঢাকা: দারুণ ওপেনিং জুটির পর হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ হারাচ্ছে জিম্বাবুয়ে। দলীয় ৫০ রানের মাথায় সিবান্দা ফিরে যাওয়ার পর মাসাকাদজা, উইলিয়ামস এবং মুতুমবামিকে ফিরতে হয়েছে। এই প্রতিবেদন লেখার সময়, ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৬৯।
প্রথম আঘাতটা করেন মাশরাফি। ততক্ষণে জিম্বাবুয়ে ৫০ ছুঁয়েছে। সিবান্দাকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয় আঘাত সাব্বিরের। অভিজ্ঞ মাসাকাদজাকে ছেঁটে ফেলেন তিনি। বড় শট খেলতে যেয়ে রিয়াদের হাতে ধরা পড়ে যান। উইলিয়ামসকেও দ্রুত ফেরান শুভাগত হোম। এরপর মুতুমবামিকে সৌম্য সরকারের ক্যাচ বানান ওই সাব্বির রহমান।