যশোর বিমানবন্দরে আজ শনিবার সকালে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হলো বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। যশোর বিমান বন্দরে পৌঁছালে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, গ্রামবাসী, তার স্কুলের শিক্ষক ও ক্লাবের কর্মকর্তা সহ শতশত ক্রিকেট ভক্তরা তাকে বরণ করে নেন।
ক্রিকেট পিচে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নাকানি চুবানি খাওয়ানো মুস্তাফিজুর রহমান প্রায় চার মাস পর সাতক্ষীরায় বাড়িতে যাচ্ছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা থেকে বিমান যোগে যশোরে পৌঁছান তিনি। তার বাড়ি ফেরার খবর সাতক্ষীরা বা যশোরের ক্রীড়াঙ্গনের তেমন কাউকে জানানো হয়নি। তবে তার ক্রিকেট বল ব্যাটের হাতেখড়ি দেয়া ক্লাব গণমুখী ক্লাবের কর্মকর্তারা ঠিকই খবর পেয়ে হাজির হয়েছেন যশোর বিমান বন্দরে।
সঙ্গে এসেছেন মুস্তাফিজের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, গ্রামবাসী এবং তার স্কুল কালীগঞ্জের তারালি ইউনিয়নের তেতুলিয়ার কে জি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। ১টি বড় বাস, ২টি প্রাইভেট কার ও ৪টি মাইক্রোবাসের বহর নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন তিনি।