[ads1]ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আগামী ৫ আগস্ট শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক। কিন্তু আনন্দের পাশাপাশি সেখানেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্যারিসের মতো রিও অলিম্পিক চলাকালে পরিকল্পিত জঙ্গি হামলার আশঙ্কা করছে ফ্রান্স। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রুশ গণমাধ্যম `আর.টি` এ খবর প্রকাশ করেছে।
তবে ব্রাজিলের ইন্টেলিজেন্স এজেন্সি- `এ.বি.আই.এন` জানিয়েছে, এ ব্যাপারে ফ্রান্সের কাছ থেকে তারা কোন বার্তা পাননি। চলতি মাসের শুরুর দিকে ব্রাজিলীয় আইনমন্ত্রী আলেহান্দ্রে মোরেস বলেছিলেন, অলিম্পিক চলাকালে রিওতে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। কিন্তু হামলা হবেই এমনটা তিনি বলেননি।[ads2]
আগামী মাসে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন সাড়ে ১০ হাজার অ্যাথলিট, অফিসিয়াল, সাংবাদিক ও পর্যটকদের নিরাপত্তা সুরক্ষিত করতে শহরে ৮৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। যার মধ্যে থাকবে ৪৭ হাজার পুলিশ ও ৩৮ হাজার সেনা সদস্য।