ঢাকা: পছন্দটা এঞ্জেল ডি মারিয়ারই। ফরাসি দল পিএসজি ও ম্যানইউ তার সাথে যোগাযোগে করছিল দীর্ঘ দিন ধরেই। তবে আর্জেন্টাইন জিনিয়াসের পছন্দ ম্যানচেস্টার ইউনাইটেড। আর ম্যানইউ বস ভন গালের তালিকায়ও সেরা তিনিই। তাই সবকিছু একরকম চূড়ান্তই হয়ে গেছে বলা যায়। আর স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কার দেয়া তথ্য মতে চুক্তিটা হবে আগামী সাপ্তাহেই।
আর ডি মারিয়াকে পেতে ৬০ মিলিয়ন ডলার খরচ করতে হবে ওল্ড ট্রাফোর্ডকে। সপ্তাহে ২,০০,০০০ ডলার পারিশ্রমিক পাবেন মারিয়া। অথাৎ ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড়ের রেকর্ড গড়েই ওল্ড ট্রাফোর্ডে যাচ্ছেন তিনি। এর আগে দলবদলের ফির রেকর্ডটা ছিল ফার্নান্দো তোরেসের। ২০১১ সালেে তাকে ৫০ মিলিয়র পাউন্ডে কিনে নেয় চেলসি।
আর রিয়াল মাদ্রিদেআর্জেন্টাইন তারকা মিডফিল্ডার ডি মারিয়ার সঙ্গে নতুন চুক্তি করতে চাইলেও রদ্রিগেজ ও টনি ক্রুজের আগমনকে কেন্দ্র করেই মূলত তাতে রাজি হননি তিনি। কেননা সাইড বেঞ্চে শোভাবর্ধন করার কোন রকম ইচ্ছা নেই তার।
আর ওল্ড ট্রাফোর্ডে নাকি ডি মারিয়ার জন্য সাত নম্ব জার্সিটা তুলে রাখা হয়েছে! ইপিএল তাই ৭ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে। ২৬ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা সাথে ইতিমধ্যে দলে তার অবস্থান ও ভূমিকা নিয়েও কথাও হয়েছে ফন গলের।