[ads1]৪২ ওভারে ৩০৮ রানের লক্ষ্যটা বেশ দুরূহই বটে। শ্রীলঙ্কান ইনিংস শেষ হওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন, এই ম্যাচে জয় দিয়ে ওয়ানডে সিরিজে সমতা ফেরাতে পারবে লঙ্কানরা। কিন্তু দুর্দান্ত ঝড়ো ব্যাটিং করে সফরকারীদের জয়বঞ্চিত করেছেন জ্যাসন রয়। ১১৮ বলে ১৬২ রানের অসাধারণ ইনিংস খেলে শ্রীলঙ্কাকে প্রায় একাই হারিয়ে দিয়েছেন এই ইংলিশ ওপেনার। ৬ উইকেটের দাপুটে জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা ফেরানোর অনেক চেষ্টাই করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে সংগ্রহ করেছিল ৩০৫ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ৩০৮ রান। চতুর্থ ওভারে মইন আলীর উইকেট তুলে নিয়ে বল হাতেও শুরুটা ভালোভাবেই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় উইকেটে ১০৭ বলে ১৪৯ রানের ঝড়ো জুটি গড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন রয় ও জো রুট। এ জুটিটাই জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ২২তম ওভারে রুটকে (৬৫) আউট করেও স্বস্তি পাননি লঙ্কান বোলাররা। ঝড়ো ব্যাটিং চালিয়েই গেছেন রয়। ৩৮তম ওভারে সাজঘরে ফেরার আগে প্রায় নিশ্চিতই করে গেছেন দলের জয়। শেষপর্যায়ে ২৯ ও ১৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জনি বেয়ারস্টো ও জস বাটলার।[ads1]
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার দানুস্কা গুনাথিলাকার ৬২, কুশাল মেন্ডিসের ৭৭, দিনেশ চান্দিমালের ৬৩ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের অপরাজিত ৬৭ রানের ইনিংসগুলোতে ভর করে ৪২ ওভার শেষে স্কোরবোর্ডে ৩০৫ রান জমা করেছিল শ্রীলঙ্কা। কিন্তু তাঁদের এই দারুণ দলীয় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন রয়।দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত একটা রেকর্ডের অনেক কাছাকাছি চলে গিয়েছিলেন রয়। আর মাত্র পাঁচ রান করতে পারলেই ছুঁয়ে ফেলতে পারতেন ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। ১৯৯৩ সাল থেকে যেটি আছে রবিন স্মিথের দখলে। বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মিথ করেছিলেন ১৬৭ রান।[ads2]