দুর্দান্ত ফুটবল খেলেন, প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক। তিনি দেখতে হ্যান্ডসাম; মেয়েরাও তাই তাকে ভীষণ পছন্দ করে। সব মিলিয়ে ক্রিশ্চিয়নো রোনালদো এক সুপারস্টারের নাম। কিন্তু সেই রোনলদোই কিনা তিরস্কৃত হওয়ার মতো কাজ করে বসলেন! কি করেছেন রোনালদো? সেইন্ট ট্রপেজের রাস্তায় মুক্তস্থানেই মূত্র ত্যাগ করেছেন এই পর্তুগিজ ফুটবল সুপারস্টার। হয়তো ভেবেছিলেন কেউ দেখতে পাবে না, জানতেও পারবে না। কিন্তু বিধিবাম; পাপারাজ্জিরা রোনালদোর এমন কাজের ছবি তুলে ফেলেছেন, আর ওই সময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ অফিসারও তা দেখেছেন। রোনালদো অবশ্য তা বুঝতে পেরে গাড়ির আড়ালে লুকাতে চেয়েছিলেন। কিন্তু রক্ষা পানি নি তিনি। পুলিশ অফিসারটির তিরস্কারের শিকার হয়েছেন রোনালদো। সঙ্গে মিডিয়ার বদৌলতে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার এই কর্মের খবরও ছড়িয়ে পড়েছে। রোনালদোর মতো একজন তারকার এমন অবিবেচনা প্রসুত কাজে বিস্মিত হয়েছেন ভক্তরা।
সূত্র : দ্য ডেইলি মেইল।