টেস্ট ক্রিকেটে ভারত লজ্জার রেকর্ড গড়লো । তারা আজ এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে নাম লেখাল ভারতীয় ক্রিকেট দল। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ভারতের ৬জন ব্যাটসম্যান কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন।
আর ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো তাদের প্রথম চার ব্যাটসম্যানের ৩জন কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরেন।
মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির শূন্য রানে ফেরায় ওল্ড ট্র্যাফোর্ডে ৫.১ ওভারেই ৮ রানে ৪ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত অবশ্য ধোনি আর রবিচন্দ্রন অশ্বিনের কল্যাণে অলআউট হওয়ার আগে ১৫২ রান তুলতে পারে তারা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে এর আগে ৬ ব্যাটসম্যানের কোনো রান না করে ফেরার ঘটনা ঘটেছে তিনবার। এই তিনবারের একটি আবার বাংলাদেশের। ২০০২ সালে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন বাংলাদেশর ৬ ব্যাটসম্যান।
তারও আগে লজ্জার এই রেকর্ডটি গড়ে পাকিস্তান। ১৯৮০ সালে করাচি টেস্টে জাভেদ মিয়াঁদাদের পাকিস্তানকে এটা উপহার দিয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ।