ইংল্যান্ডের কাছে লজ্জার হার হারল ভারত। পাঁচ দিনের টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল মাত্র তিন দিনে। ম্যাচটিতে এক ইনিংস ও ২৪৪ রানে হারল ধোনিরা।
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার শিকার ভারত দ্বিতীয় ইনিংসে আরো বিপর্যয়ের সম্মখীন হয়। মাত্র ৯৪ রানেই অল আউট হয়েছে তারা। প্রথম ইনিংসে ৩৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অতিথীরা। শুরুতেই ঘটে ভারতীয় ইনিংসের ভয়াবহ বিপর্যয়৷ দলীয় ৬ রানের মাথায় মুরালি বিজয় সাজঘরে ফেরেন। তার পথ ধরেন আরেক ওপেনার গৌতম গম্ভীর। আর তিন রান যোগ হতেই বিদায় নেন তিনি।
ওপেনারদের ব্যর্থতায় সামিল হতেই যেন নেমেছিলেন ভারতের বাকি ক্রিকেটাররা। আসা যাওয়ার এ মিছিলে যোগ দেন পুজারা (১১), কোহলি (২০), রাহানে (৪), ধোনি (০), অশ্বিন (৭), ভুবনেশ্বর (৪), অ্যারন (১) এবং ইশান্ত শর্মা (২)। এর মাঝে ব্যাট হাতে অপরাজিত ছিলেন বিন্নি (২৫)। যা দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান।
ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন ক্রিস জর্ডান। এছাড়া দু’টি উইকেট পান জেমস অ্যান্ডারসন।
মাত্র ২৯.২ ওভারেই শেষ হয়ে যায় ভারতীয়দের ইনিংস। প্রথম ইনিংসে ১৪৮ রানের পর এবার তাদের সংগ্রহ মাত্র ৯৪ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৪৮৬ রান। দলের হয়ে জো রুট করেছিলেন অপরাজিত ১৪৯ রান।