খেলা ডেস্ক : রাফায়েল নাদাল এটিপি র্যাঙ্কিং-এ নিজের এক নম্বর স্থান ধরে রাখতে সফল। স্পেনের এই মহাতারকা সদ্য প্রকাশিত র্যাঙ্ক তালিকায় ৭৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। অন্যদিকে ৬৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সার্বিয়ার নোভাক জকোভিচ। ব্যবধান কিছুটা কমালেও এখনও নাদালকে টপকাতে বেশ কিছুটা সময় লাগবে জোকারের।
এবছর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সুইৎজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা রয়েছেন তৃতীয় স্থানে। র্যাঙ্কিং-এ কিছুটা উন্নতি করেছেন কিংবদন্তী টেনিস তারকা রজার ফেদেরার। চার নম্বরে রয়েছেন তিনি।