নিউজিল্যান্ডের দেয়া ১৯৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান দল। ১.১ ওভারেই বোল্টের বলে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ধারাবাহিকতা রক্ষা করে পরের ওভারের প্রথম বলেই মাঠ ছাড়েন অপর উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। এক বল পরেই রান আউট হন মোহাম্মদ রেজওয়ান। বেলা সোয়া ২টায় এ প্রতিবেদন রেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৮ রান। সপ্তম ওভারের খেলা চলছে।