[ads1]কোপা আমেরিকার পাশাপাশি ফ্রান্সে চলছে ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের যুদ্ধ, উয়েফা ইউরো কাপের ১৫তম আসর। এবারই প্রথম নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে ইউরো কাপ। অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টি। টুর্নামেন্টের এবারের আসরে প্রথম পর্বের ১৫টি গোলই হয়েছে ম্যাচের শেষ পাঁচ মিনিটে। ২৪ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ইউরো কাপের প্রথম পর্ব শেষে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে ১৬টি দল। আর ৩৬ ম্যাচ শেষে আসর থেকে বিদায় নিয়েছে আটটি দল। তবে ইউরোপ সেরার লড়াইয়ে এবারের আসরে খুব কমই গোল উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। এবারের আসরে প্রথম পর্বের ৩৬ ম্যাচে মোট গোলের সংখ্যা ৬৯টি, গড় ১.৯২। এর আগে ১৯৮০ সালের ইউরো কাপে প্রথম পর্বে ম্যাচ প্রতি দুই গোলের কম দেখা গিয়েছিল। এদিকে প্রথম পর্বের ৬৯ গোলের ৪৫টি (৬৫%) দেখা গেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের শেষ ১০ মিনিটে দেখা গেছে ১৯ গোল (২৭.৫%)। ম্যাচের শেষ পাঁচ মিনিটে অথবা যোগ হওয়া সময়ে ১৫টি গোল (২২%) উপভোগ করেন দর্শকরা। আর ম্যাচের শেষ ভাগে এসে এমন গোল উৎসবের নজির ইউরোর ইতিহাসে আগে কখনও হয়নি। অন্যদিকে গ্রুপ পর্বের তিন ম্যাচে জয় পায়নি কোনো দলই। কারণ ড্র নিয়েই শেষ হয়েছে প্রথম ওই তিন ম্যাচ। গেল ২০ বছরে প্রথমবার ইউরো কাপে এমন দেখা মিলল। সর্বশেষ ১৯৯৬ সালে ইংল্যান্ড ইউরো কাপে এমন ঘটনা দেখা গিয়েছিল। এছাড়া এবারের আসরে প্রথম পর্বে সর্বাধিক ছয় গোল করে রেকর্ড গড়েছে গ্যারেথ বেলের দল ওয়েলস ও লিজান্ডারি ফ্রাঙ্ক পুসকাসের দেশ হাঙ্গেরি।[ads2]