পাকিস্তানের সংগ্রহ ১০০, ২ উইকেটে তখনি ভারতীয়দের শক্ত হামলায় ১০৩ রানেই হারিয়ে বসেছে আরো ৩ উইকেট। পাকিস্তানের সামনে রানের পাহাড়। নির্ভরযোগ্য ব্যাটসম্যানও নেই। এমত অবস্থায় পাকিস্তানের হারার সম্ভবনাটাই হাতছানি দিচ্ছে বারে বারে। বর্তমানে ব্যাট করছেন শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হক। ভারত ভক্তরা তাকিয়ে জয়ের আসায় আর পাক ভক্তরা নাটকের জন্য।