ঢাকা: অবশেষে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য মঙ্গলবার দুপুর দুইটায় বসবে বিসিবি’র জরুরী বোর্ড সভা। মঙ্গলবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সাকিব প্রসঙ্গ ছাড়াও তৃতীয় বিপিএলের চূড়ান্ত সূচী নির্ধারণ এবং জাতীয় লিগসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এ সভায়।
গত ৭ জুলাই সাকিব আল হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্যে নিষিদ্ধ করা হয়। একইসাথে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি দেশের বাইরের কোনো লিগেও খেলতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলার সময় তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করেছিলেন সাকিব। তবে, বিসিবি সভাপতি ও অন্যান্যদের পরামর্শে এবার তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিসিবি বরাবর আবেদন করেন। আপিলের প্রেক্ষিতে সাকিবের শাস্তি কমবে কিনা তা জানা যাবে বোর্ডের এ সভায়।
Next Post