বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফিরেছেন গতকাল রাতে। তাঁর আসার কথা ছিল ৯ তারিখ। কিন্তু একটু আগেই চলে এসেছেন তিনি। গত তিন সপ্তাহ ধরে যে ব্যাট-বলের সাথে কোনো সম্পর্কই ছিল না তাঁর। এই সময়টা তিনি কাটিয়েছেন তাঁর সন্তান ও স্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রে।
বুধবার রাতে দেশে ফিরেই বৃহস্পতিবার সকালে অনুশীলন করেন তিনি। আজ দলের অনুশীলন ছিল না কিন্তু নিজের মতো করেই ইনডোরে অনুশীলন করেন তিনি। অনুশীলন শেষে অনেকটা আড্ডার মতো করেই সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই সময় তাঁর পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা সাংবাদিকদের সাথে ভাগাভাগি করেন তিনি।
আড্ডার এক পর্যায়ে তাঁর সন্তানের নাম জিজ্ঞেস করা হলে তিনি জানান, রাজকন্যার নাম আলাইনা হাসান অব্রি।
তিনি বলেন, ‘আগে বাচ্চাদের সংস্পর্শে তেমন যাওয়া হতো না। তবে এখন তো মেয়েটা আমার কাছেই ছিল। আমার বুকে শুয়ে থাকে। মেয়ের টুকটাক কাজগুলো করেছি। এই ভালো লাগাটা অন্যরকম।’
সাকিব আল হাসানের মা শিরিন আখতার নাতনির মুখ দেখতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। তাই এবার যাওয়ার সময় মাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর মা ও শাশুড়ি সারাদিন কাটাচ্ছে অব্রির সাথে। সাকিব দেশে ফিরলেও নাতনির কাছে থেকে গেছেন সাকিবের মা শিরিন আখতার।
আগামী ১৪ জানুয়ারি সাকিবের কন্যা অব্রির প্রথম টিকা দেওয়ার তারিখ, তারপর ইচ্ছা হলেই যে কোনো সময় স্ত্রী ও কন্যাকে দেশে নিয়ে আসতে পারবেন। তবে কবে ফিরবেন সেটা এখনও ঠিক হয়নি।
উল্লেখ্য, বাবা হওয়ার সময় বিসিবি থেকে ছুটি পান তিনি। কিন্তু গত বছর দেশের হয়ে খেলতে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রেখেই চলে আসেন তিনি। প্রথম ম্যাচে ৫ উইকেট নেন তিনি। কিন্তু এরপর সন্তান জন্মলাভের খবর শুনে আবারও যুক্তরাষ্ট্রে চলে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
দি ক্রিকেট গার্ডিয়ান