ঢাকা: যেন স্বপ্নের মতো সময় কাটছে সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিসের। গত জুলাইয়ে নারী ডাবলসে উইম্বলডনের শিরোপা জেতার দুই মাসের ব্যবধানে আরেকটি গ্র্যান্ড-স্লাম জিতলেন এই ইন্দো-সুইস জুটি। রোববার ইউএস ওপেনের নারী ডাবলসের ফাইনালে একচেটিয়া দাপট দেখিয়ে শিরোপা জিতলেন সানিয়া ও হিঙ্গিস। ক্যাসে ডেলাকুয়া ও ইয়ারোস্লাভা সেদোভার জুটিকে ৬-৩ ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয় গ্র্যান্ড-স্লাম শিরোপা জয় করলেন নারী ডাবলসের এই নাম্বার ওয়ান জুটি।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সানিয়া মির্জা এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই বছরটি আমার জন্য দারুণ কেটেছে। উইম্বলডনের পর ইউএস ওপেনের শিরোপা জিততে পেরে আমি বেশ আনন্দিত।’
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন সানিয়া মির্জা। তবে সেসব নিয়ে ভাবার সময় নেই বলে জানান তিনি, ‘আমি সব সময় জয়ের জন্যই খেলি। আমি নিজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য টেনিস খেলি। কে কী বললো সেসব নিয়ে আমি কখনো ভাবি না। আমি শুধু র্যাকেট দিয়ে উত্তর দিতে চাই।’
সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস একসঙ্গে ১২টি টুর্নামেন্টে অংশ নিয়ে ছয়টি ফাইনালে উত্তীর্ণ হয়েছেন। সানিয়া জানিয়েছেন, নারী ডাবলসে তিনি হিঙ্গিসের সঙ্গে দারুণ অনুভব করেন, ‘মার্টিনা ও আমি একসঙ্গে দারুণ খেলি। তার সঙ্গে আমার রসায়নটাও অসাধারণ। নারী ডাবলসের এক নম্বর তারকা হিসেবে আমরা সিঙ্গাপুর ওপেনের শিরোপা জয়ের দিকে এখন চোখ করছি।’
ক্যারিয়ারে সানিয়া মির্জার এটি পঞ্চম গ্র্যান্ড-স্লাম শিরোপা। দুটি নারী ডাবলসে ও তিনটি মিশ্র ডাবলসে। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে প্রথম ভারতীয় নারী তারকা হিসেবে ডাবলসের র্যাংকিংয়ে শীর্ষে উঠেন সানিয়া মির্জা। রোববার প্রথমবারের মতো নারী ডাবলসের শিরোপা জেতেন এই ভারতীয় টেনিস সুন্দরী। এর আগে গত বছর ব্রাজিলিয়ান তারকা ব্রুনো সোয়ার্সের সঙ্গে জুটি বেঁধে মিশ্র ডাবলসের শিরোপা জেতেন তিনি।