জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এদিন জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়েছে মাশরাফির দল। এ জয়ের ফলে ৪ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। এদিন ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রানের পর, বল হাতে ২.১ ওভারে ১১ রানে ৩ উইকেট তুলে নেন সাব্বির।
রবিবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে টাইগাররা। শুরুতে তামিম ইকবাল ও সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে ৪০ রান তুলে স্বাগতিকরা। যদিও ষষ্ঠ ওভারে তুলে মারতে গিয়ে আউট হন ওপেনার তামিম। তাওরাই মুজারাবানির বলে ব্রায়ান ভিটোরির হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। করেন ১৭ বলে ২৩ রান। যেখানে ছিল ৩টি চার ও ১টি ছয়।
অপর প্রান্তে থাকা সৌম্য সরকার ঝড় অব্যাহত রাখেন। কিন্তু ৩৩ বলের এই ছোট্ট ঝড় থামে ব্যক্তিগত ৪৩ রানে। ক্রেমারের বলে ওয়ালারকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। এরপর নেমে বেশিক্ষণ টিকতে পারেনি মাহমুদউল্লাহ। মাত্র ১ রান করেই ওয়েলিংটন মাসাকাদজার বলে উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১০ ওভারে ৭৬ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা।
এরপরে হাল ধরেন মুশফিক ও সাব্বির। তবে ম্যাচের ১৭তম ওভারে ডান পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন (রিটায়ার্ড হাট) মুশফিক (২৪)। বাকি সময়টুকু জিম্বাবুয়ে বোলারদের শাসন করেন সাব্বির ও সাকিব আল হাসান। সাব্বির ৩০ বলে অপরাজি ৪৩ রান করেছেন। অন্যদিকে ১৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন সাকিব। এই দুজনের ব্যাটে ১৬৭ রানের পুঁজি সংগ্রহ করে টাইগাররা।
১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সূচনাটা ভালো হলেও দলীয় ৫০ রানের পর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। ৫০ রানে কোনও উইকেট না হারানো জিম্বাবুয়ে ৬৮ রানেই ৪ উইকেট হারিয়ে বসে। দলীয় ৫০ রানে ওপেনার সিবান্দাকে আউট করেন অধিনায়ক মাশরাফি। দলীয় ৫৫ রানে হ্যামিল্টন মাসাকাদজাকে মাহমুদউল্লার ক্যাচে পরিণত করেন সাব্বিরের। নিজের পরের ওভারে ফের আঘাত হানেন সাব্বির। দলীয় ৬৫ রানে শন উইলিয়ামসকে আউট করে মুভাগত। নিজের পরের ওভারে সাব্বির মুতুম্বামিকে আউট করলে ৬৮ রানে চার উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ম্যালকম ওয়ালার। ব্যক্তিগত ২৯ রানে তাকে আউট করেন আল আমিন। দলীয় ১০৮ রানে আউট হন মাদজিভা। তাকে আউট করেন মুস্তাফিজুর রহমান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ফলে ৪২ রানের জয় পায় টাইগাররা। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন সাব্বির। দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মাশরাফি, শুভাগত হোম ও আল আমিন। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়েছিল মাশরাফি বাহিনী।