জগমোহন ডালমিয়ার উত্তরসূরি হলেন সৌরভ গাঙ্গুলি। সোমবার সিএবির নতুন সভাপতি হিসেবে সৌরভের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএবির যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন জগমোহন পুত্র অভিষেক ডালমিয়া।
বুধবার নবান্ন থেকেই সিএবির নতুন সভাপতির নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নাম ঘোষণার পর সৌরভ বলেন, “আমার ওপর ভরসা রেখে এই সুযোগ দেওয়ার জন্য সিএবির সকল সদস্যকে আমার ধন্যবাদ। গত ১১-১২ মাস ধরে আমি সিএবির সঙ্গে যুক্ত। ভবিষ্যতে আরও দায়িত্ব সামলাতে হবে। আমি এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি খুশি যে জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেকও সিএবির সঙ্গে যুক্ত। বর্তমান পরিস্থিতি বুঝে নিতে আমি সিএবির গভার্নিং কাউন্সিলের বৈঠক ডেকেছি।”
এতদিন সিএবির যুগ্ম সচিব পদে কাজ করেছেন সৌরভ গাঙ্গুলি।