জয়ের ধারা অব্যাহত রেখে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনাল নিশ্চিত করেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। সানিয়া-হিঙ্গিসের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি জার্মান-আমেরিকান জুটি আন্না-লেনা গ্রোনফেল্ড এবং কোকো ভেন্ডেওয়েহি।
সানিয়া-মার্টিনা জুটি ১ ঘন্টা ৩৭ মিনিটে ৬-২, ৪-৬, ৬-১ সেটে পরাজিত করেছেন আন্না-লেনা-কোকো জুটিকে। র্যাঙ্কিংয়েরর ১২তম স্থানে থাকা এই জার্মান-আমেরিকান জুটিকে হারিয়ে টানা ৩৪টি ম্যাচে জয়ী হয়েছেন সানিয়া-মার্টিনা।
পরের ম্যাচে এই ইন্দো-সুইস জুটি প্রতিদ্বন্দ্বিতা করবেন অপর ম্যাচে বিজয়ী জুটির সঙ্গে।
Next Post