স্টিভেন ফ্লেমিং এর বিশ্বকাপ তারকার তালিকায় স্থান পেলেন সাকিব আল হাসান

0

sakib thebartaনিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তী ক্রিকেটার স্টিভেন ফ্লেমিং বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে যারা নিজ দেশের পক্ষে জ্বলে উঠে বিশ্বমঞ্চ আলোড়িত করবেন তা নির্বাচন করেছেন।

আইসিসির অফিশিয়াল ওয়েবসাইট সুত্রে জানা গেছে,  বাংলাদেশের থেকে সাকিব আল হাসান এই তালিকায় জায়গা পেয়েছেন এবং ফ্লেমিং মনে করেন সাকিব সহ অন্যান্য যেসব খেলোয়াড়দের তিনি তালিকায় রেখেছেন তারাই এবার বিশ্বমঞ্চে ঝড় তুলবে।
সাকিব সম্পর্কে এবং এই তালিকায় সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে ফ্লেমিং বলেন,

“সাকিব আইসিসির ঘোষিত র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার এবং সে কেন শীর্ষে অবস্থান করছে  তা দেখিয়ে দেয়ার সঠিক সময় হচ্ছে এখন। সে একজন দক্ষ খেলোয়াড় এবং বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বিগ ব্যাশে খেলাটা তাকে সাহায্য করবে। বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সাথে বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতাই প্রমাণ করে যে সে তার অবস্থান সম্পর্কে সচেতন কিন্তু বাংলাদেশের  ভালো করার জন্য  তার ব্যাট এবং বল হাতে জ্বলে উঠা প্রয়োজন”

ফ্লেমিং প্রত্যেক দেশ থেকে একজন ক্রিকেটার বেছে নিয়েছেন যাদের বিশ্বকাপে প্রভাব বিস্তার করার এবং পার্থক্য গড়ে  দেয়ার ক্ষমতা রয়েছে। ফ্লেমিং এর তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেনঃ
ম্যাক্সওয়েল(অস্ট্রেলিয়া), মরগান(ইংল্যান্ড), ধোনি (ভারত), প্রেস্টন মমসেন(স্কটল্যান্ড), ডু প্লেসিস(সাউথ আফ্রিকা), মালিঙ্গা(শ্রীলংকা), খুররম খান(আরব আমিরাত), জেসন হোল্ডার(ওয়েস্ট ইন্ডিজ), ব্রেন্ডন টেইলর(জিম্বাবুয়ে), রস টেইলর(নিউজিল্যান্ড) এবং সাকিব আল হাসান (বাংলাদেশ)

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More