ঢাকা: ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই খুনে মানসিকতা অস্ট্রেলিয়ার ফুটবলেও। পোর্তো অ্যালেগ্রেতে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছে সকারুজরা। উড়তে থাকা নেদারল্যান্ডসকে টেনে ‘প্রায়’ মাটিতে নামিয়েই এনেছিল এশিয়া মহাদেশ থেকে বিশ্বকাপ অংশ নেয়া দলটি! যখন এক টিম কাহিলে কাহিলপ্রায় হয়ে পড়েছিল ডাচরা! কিন্তু শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। হতে হতেও কোনো নতুন রূপকথা কিংবা আপসেটের জন্ম নেয়নি। টানটান উত্তেজনার ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে নেদারল্যান্ডস।
এর আগে হয়তো কথাচ্ছলেই ওমন আশঙ্কার কথা বলেছিলেন রবিন ভন পার্সি। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে ধ্বংস করার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের নামার আগে ‘আত্মতুষ্টি’ জুজুর কথা বলেছিলেন ডাচ অধিনায়ক। জানিয়েছিলেন, ‘অভিজ্ঞতায় আমি শিখেছি, যেকোনো ম্যাচের আগে নিজেদের এগিয়ে রাখতে নেই। সেজন্য সব প্রতিপক্ষকেই সমান গুরুত্ব দেয়া উচিত।’ ঠিক এই কথাটি যেন প্রমাণ করতে নেমেছিল এই বিশ্বকাপের সবচেয়ে তলানির দল হিসেবে অংশ নেয়া অস্ট্রেলিয়া। ‘তাদের কিছু হারানোর নেই’- এই মন্ত্রে খেলতে নেমে নেদারল্যান্ডসকে কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও দর্শক হৃদয় জয় করেও শেষ পর্যন্ত ড্র কিংবা জয়ের আনন্দে মাততে পারেনি আনজে পোস্তেকগলুর দল।