ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বোলিং করতে গিয়ে চোটে পড়েছেন শাহাদাত হোসেন রাজিব।
স্টেডিয়াম থেকে ক্রীড়া প্রতিবেদক জানান, প্রথম বল করতে গিয়ে মাঠে পড়ে যান ডানহাতি এ পেসার। এ সময় তিনি ডান হাঁটুতে ব্যাথা পান। দ্বিতীয় বল করেই খুঁড়িয়ে-খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর শাহাদাতের বদলে বল করেন সৌম্য সরকার।
এর কিছুক্ষণ পর শাহাদাত আবার মাঠে আসেন। ফিল্ডিংয়ে নেমে একটি ক্যাচও ধরেন তিনি। মধ্যাহ্ন বিরতির সময় বোলিং কোচ হিথ স্ট্রিক তাকে বোলিং অনুশীলন করান। এ সময় পর পর তিনটি বল করে ৪র্থ বলে পড়ে যান তিনি। তারপর তাকে স্ট্রেচারে করে স্টেডিয়ামের মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘শাহাদাতকে স্টেডিয়ামের মেডিক্যাল রুমে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ টেস্ট তার আর খেলা হচ্ছে না।’