হ্যাপীকে ভুলে যে মেয়েকে নিয়ে মজেছেন রুবেল!

0

Rubelবাংলাদেশি পেসার রুবেল হোসেনের জীবনে এখনও হ্যাপী কোনও না কোনও ভাবে রয়ে গিয়েছেন৷ হ্যাপীর থেকে পুরোপুরি বেরোতে পারেননি বাংলাদেশের স্পিডস্টার৷ রুবলে-হ্যাপির সম্পর্ককে অম্ল-মধুর বলা যেতেই পারে৷

কারণ হ্যাপীর হয়তো রুবেলকে ভুলতে পারছেন না৷ কিছুদিন আগেও একটি মেয়ের ছবি ফেসবুকে পোস্ট করে হ্যাপী জানিয়েছিলেন সেই নাকী রুবেলের হবু স্ত্রী৷ এমনকী, রুবলের পছন্দ নিয়েও সোশ্যাল সাইটে ঠাট্টা করেছিলেন হ্যাপী৷
এই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের আরও একটি নারী চরিত্রের আর্বিভাব ঘটে গেল হ্যাপির জীবনে৷ সেই সুন্দরী নারীর নাম ইশরাত পায়েল৷ ঘটনার সূত্রপাত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবর্ধনা অনুষ্ঠানে৷ সেদেশের জনপ্রিয় সঞ্চালিকা পায়েল৷
বিসিবি-র অনুষ্ঠানে পায়েলই সঞ্চালনা করছিলেন৷ মঞ্চে পায়েল আসতে অনেকেই ‘হ্যাপী-হ্যাপী’ বলে গলা ফাটাতে শুরু করেন৷ অর্থাৎ তাঁরা বোঝাতে চাইলেন পায়েলই আসলে রুবেলের নতুন হ্যাপী৷
অনুষ্ঠানের পর ফেসবুকে পায়েলের সঙ্গে রুবেলের একটি সেলফিই এই সম্পর্কের ঘি’তে আগুন ঢেলেছে৷ এখন দেখার রুবেল কী সত্যিই পায়েলের সঙ্গে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ?

সূত্র- কলকাতা

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More