টি-টোয়েন্টি ব্যাটিং আসলে কেমন, চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। মাসাকাদজা-মুতুম্বামি-ওয়ালারদের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে একেবারেই যেন দিশেহারা মাশরাফি-সাকিব-তাসকিনরা। নিয়মিত জুটি গড়ে এবং ওভারপ্রতি রান তোলার গড়টা ঠিক রেখে ভয়ঙ্কর ভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাসাকাদজা-রাজা-চিগাম্বুরার শেষদিকের ব্যাটিংয়ে এখন ২০০ রানের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে।
ক্রিজে ব্যাটিং করছে মাসাকাদজা ও সিকান্দার রাজা। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ১৬ ওভারে ৩ উইকেটে ১৪৯। শেষ ৪ ওভার থেকে এখন মাসাকাদজা-রাজারা ওভারপ্রতি ১৫ রান করে তুলতে চাইবেই। আর তা যদি হয়েই যায়, তবে বাংলাদেশকে তাড়া করতে হতে পারে ২০০+ স্কোর। –