কয়েকদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর এখনই যেন দুয়ারে নাড়া দিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল!
তবে আগে কপাল পুড়েছে অনেকেরই। ঢাকা গ্রাডিয়েটরসহ পাঁচটি দলকে নিষিদ্ধ করা হয়েছে। বিপিএল আসরে আর অংশ নিতে পারবে না তারা। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নির্দেশনা ভঙ্গ করেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং কিংস, বরিশাল বার্নাস, দূরন্ত রাজশাহী ও খুলনা রয়েল বেঙ্গলস।
শনিবার মিটিংয়ে কাঠোর সিদ্ধান্ত নেয়া হয় এই দলগুলোর বিরুদ্ধে। সাতটি দলের মধ্যে দুটি দলের মালিকদের কথা-কাজে মিল পাওয়া গেছে। এই দল দুটি হলো সিলেট রয়েলস ও রংপুর রাইডার্স।
এই দল দুটি থাকছে এবারের বিপিএলে। অন্যদিকে আসছে নতুন দল। বিসিবির এক পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ওই দলদুটির এবারের অংশ নেয়ার কোনো সুযোগ নেই।
গত বৃহস্পতিবার পর্যন্ত যাবতীয় বকেয়া পরিশোধের নির্দেশনা ছিল বিসিবির। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এই নির্দেশনা দিয়েছিলেন।