ঢাকা: ব্যাটিং ব্যার্থতার ধারাবাহিকতা তৃতীয় দিন সকালেও ধরে রাখল বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে তৃতীয়দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু স্বাগতিক দর্শকদের হতাশা বাড়িয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হলো ২০৩ রানে। একমাত্র সাকিব আল হাসান যা ছিলেন একটু ব্যাতিক্রম। তার কল্যাণেই ২০০ পাল হয় বাংলাদেশ। ৮৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
দিনের শুরুতেই সৌম্য সরকার, এরপর শুভাগত হোমের উইকেট হারায় বাংলাদেশ। জুটি গড়ার ইঙ্গিত দিয়েও আউট হন তাইজুল ইসলাম। মোহাম্মদ শহিদ চেষ্টা করেছিলেন সাকিবকে সঙ্গ দিতে। কিন্তু পাকিস্তানিদের পাতা ফাঁদ থেকে বের হতে পারেননি তিনি।
প্রত্যাশা ছিল সাকিব আর সৌম্য জুটির ওপর। এ দু’জন যদি সকালটা পার করে দিতে পারে তাহলে অন্তত বাংলাদেশ ফলো অনটা এড়াতে পারতো। কিন্তু চূড়ান্তরকম হতাশ করলেন সৌম্য।
সর্বশেষ আউট হলেন তাইজুল ইসলাম। একটি বাউন্ডারি মারার পর আশ্চর্যরকম সাহস বেড়ে গিয়েছিল তাইজুলের। স্পিনারদের ঘূর্ণি বল যে কোন সময় যে ফাঁদে ফেলতে পারে, সেটা মাথায়ই ছিল না। মোহাম্মদ হাফিজের বলে বলতে গেলে উইকেটই বিসর্জন দিয়ে এসেছেন তিনি।