মেলবোর্ন: মেলবোর্নেও মিশেল জনসনের তোপে পড়েছে ইংল্যান্ড। অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় ১০০ ওভার খেলে অলআউট হয় অ্যালিস্টার কুক বাহিনী।
বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার পথে কাঁটা হয়ে ছিল কেভিন পিটারসেন। কিন্তু দলের ছয় উইকেটে ২২৬ নিয়ে শুক্রবার নতুন দিনে ব্যাটিংয়ে নেমে নিজের ব্যক্তিগত সংগ্রহে আর মাত্র চার রান যোগ করেই সাজঘরে ফেরেন কেপি। ৭১ রান করে জনসনের বলে বোল্ড হন তিনি। ফলে ইংল্যান্ডের ইনিংসের লেজে আর কেউ দাঁড়াতে পারেনি। দলটি অলআউট হয় ২৫৫ রানেই।
অস্ট্রেলিয়ার পেসার মিশেল জনসন ২৪ ওভারে ৬৩ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। দুটি উইকেট গেছে রায়ান হ্যারিসের দখলে।