৩ কোটি টাকায় বিপিএলের জমকালো উদ্বোধন

0

ICC-Cricket-World-Cup-2015-Opening-Ceremonyআগামী নভেম্বরে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের তৃতীয় সংস্করণের। বরাবরের মতো এবারো বিপিএলের জমকালো উদ্বোধন হতে যাচ্ছে।

আগামী ২০ নভেম্বর বিপিএলের এবারের আসরের উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হবে। উদ্বোধনী ভেন্যু হিসেবে এবারো নির্ধারণ করা হয়েছে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে। ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে উদ্বোধনী অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।

ক্রীড়া বিশ্বের অন্যান্য উদ্বোধনী অনুষ্ঠানের মতো বিপিএলেও প্রাধান্য থাকছে ভারতীয় তারকাদের অংশগ্রহণ। প্রতিবেশী দেশের ঋত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, কেকে’র মতো তারকারা আসবেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। তাঁদের পাশাপাশি থাকবেন বাংলাদেশের গুণী শিল্পী ও তারকারাও। আইয়ুব বাচ্চু, রুনা লায়লা, মমতাজের মতো তারকার পাশাপাশি থাকবেন অনেক নামীদামী ব্যান্ডের শিল্পীরা।

দর্শকদের জন্য রয়েছে সরাসরি অনুষ্ঠান দেখার ব্যবস্থা। এজন্য মিরপুরের টিকিট কাটতে একজন দর্শককে খরচ করতে হবে ৩০০ থেকে ১০,০০০ টাকা। তবে আরও বাড়ানো হতে পারে টিকেটের মূল্য। লেজার শো ও আতশবাজির মাধ্যমে থাকবে নির্মল বিনোদন ব্যবস্থা। সব মিলে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More