ক্যান্সারের বিশেষ করে রজঃনিবৃত্তির পর স্তন ক্যান্সারে আক্রান্ত হন অনেক মহিলাই। কিন্তু এদের মধ্যে অনেকেই ভাবেন টাইট বক্ষবন্ধনী পরার দরুণই হয় স্তন ক্যান্সারের সমস্যা। কিন্তু এই ধারণা পুরোপুরি ভ্রান্ত৷ অন্তত আধুনিক গবেষণা সেদিকেই ইঙ্গিত করছে।
আমেরিকার ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন স্কুল অফ পাবলিক অ্যাফেয়ার্সের একটি সাম্প্রতিক গবেষণায় জানানো হয়েছে, উন্নয়নশীল দেশের তুলনায় উন্নত দেশে স্তন ক্যান্সারের অন্যতম কারণ সঠিক বক্ষবন্ধনী না পরা- এতদিনের এই ধারণা নিয়ে অনেক বিশেষজ্ঞের মধ্যেই রয়েছে মতভেদ৷কতক্ষণ, কী ধরনের বক্ষবন্ধনী পরছেন মহিলারা, বক্ষবন্ধনী টাইট না হালকা, তার সঙ্গে স্তন ক্যান্সারের কোনও সম্পর্ক নেই।
৫৫-৭৪ বছর বয়সী মেনোপোজ হয়ে যাওয়া মহিলাদের উপর গবেষণা করেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। স্তন ক্যান্সারের কারণ সম্পূর্ণ অন্য। এমনকী যেসব মহিলা বেশিরভাগ সময়েই বক্ষবন্ধনী ব্যবহার করেন না তাঁরাও স্তন ক্যান্সারে আক্রান্ত এরকম উদাহরণও পাওয়া গিয়েছে এই সমীক্ষায়।