শীতের রূপচর্চায় ব্যবহৃত বিদেশী বিভিন্ন রাসায়নিক ক্রিম অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া ও অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে দেয়। এসব ময়েশ্চারাইজার, সান ক্রিম, কোল্ড ও ভ্যানিশিং ক্রিমে মেথিলিসোথায়াজোলিনন (এমআই বা এমআইটি) নামক একধরনের রাসায়নিক সচরাচর ব্যবহার করা হয়। এ রাসায়নিকে বড় ধরনের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের চর্মরোগ বিশেষজ্ঞরা বিষয়টি স্বীকার করেছেন।
সম্প্রতি এ রাসায়নিকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ইউরোপের কসমেটিকস ট্রেড অ্যাসোসিয়েশন ‘কসমেটিকস ইউরোপ’, এ সংগঠন সদস্য প্রতিষ্ঠানগুলোকে তাদের পণ্যে বিশেষ করে চামড়ায় ব্যবহৃত পণ্যে ওই রাসায়নিক ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ক্রেতার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।