ঢাকা: দেশে প্রতিদিন ১৫০ শিশু অপুষ্টির কারণে মৃত্যবরণ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানের (সিডাব্লিউসিএইচ) চেয়ারম্যান দেশের অন্যতম শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার।
সোমবার রাজধানীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (আইপিএইচএন) আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সেই সঙ্গে বেশির ভাগ চিকিৎসকদের পুষ্টি সম্পর্কে জ্ঞান খুবই কম যা ধারনার বাইরে। দেশের বেশিরভাগ চিকিৎসাধীন রোগী (হাসপাতালে বা বাসায়) চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের অভাবে দ্রুত আরোগ্য লাভে সমর্থ হন না।’
কর্মশালায় তিনি বলেন, ‘প্রতিদিন দেশে গড়ে প্রায় ১৫০ শিশু অপুষ্টিজনীত কারনে মারা যায়। এছাড়া উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক, আন্টিওপ্রসিসের মতো রোগগুলো প্রধানত পুষ্টিহীনতার কারনেই হয়ে থাকে।’
কর্মশালায় অধ্যাপক তালুকদার মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, শিশুর বাড়তি খাদ্য ও সরঞ্জামাদি আইন-২০১৩ এর ওপর বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, ‘এখন সময় এসেছে পুষ্টি নিয়ে কাজ করার। আমরা এই মুহূর্তে বিধি প্রণয়নে সকল ব্যবস্থা গ্রহণ করেছি খুব তাড়াতাড়ি এটি প্রণয়ন হবে বলে আশা করছি।’
উন্মুক্ত আলোচনায় দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের এই আইনের বিধি না থাকার বিষয়টি উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় বিধি প্রণয়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পুষ্টি সেবা প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. মো. মওদুদ হোসাইন, উপ-ব্যবস্থাপক ডা. নাসরিন খান, সাংবাদিক শিশির মোড়লসহ প্রমুখ।