সারা দেশে আজ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় দুই কোটি শিশুকে আজ ভিটামিন খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ক্যাম্পেইনের আওতায় ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এবার ভিটামিন ‘এ’ খাওয়ানোর পাশাপাশি ‘জন্মের পর পূর্ণ ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানোর জন্য সবাইকে বলুন’ শীর্ষক তথ্যও প্রচার করা হবে। দেশব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শিশুদের পেট ভরে খাইয়ে কেন্দ্রে নিয়ে আসতে হবে।